Ukraine Russia Conflict: যুদ্ধে বিপন্ন পশুদের জন্য সাড়ে সাত লক্ষ টাকা তুলল বিখ্যাত বিড়াল স্টেপান
এক মাসেরও বেশি সময় ধরে চলছে রক্তক্ষয়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। কাতারে কাতারে মানুষ প্রাণভয়ে ইউক্রেন (Ukraine) ছেড়ে পালিয়েছেন। যুদ্ধের মাঝে ইউক্রেনে থাকা পোষ্যদের করুণ দশার কথাও বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। এরকমই এক বিড়াল স্টেপান। যুদ্ধের মধ্যে তাকে দেশ ছেড়ে চলে যেতে হলেও এক মহান উদ্যোগে সামিল হয়েছে সে। ইউক্রেনে আহত পশুদের জন্য […]