Delhi Storm: প্রবল ঝড়ে তছনছ দিল্লি, প্রায় ৩০০ গাছ উপড়ে রাস্তায়, মৃত্যু দু’ জনের
সোমবার সন্ধেয় তুমুল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লির একাধিক এলাকা। প্রায় তিনশো গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ১০০ কিলোমিটার বেগে আসা ঝড় প্রাণ কেড়েছে দুই দিল্লিবাসীরও। সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঘূর্ণি হাওয়া শুরু হয়। নয়াদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে একের পর গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলি দুমড়ে মুচড়ে […]