Chennai : সুটকেসে তরুণীর টুকরো টুকরো দেহ, ফেলা হল রাস্তায়
নিরাপত্তার প্রশ্নে বাস্তব ছবিটা বোধহয় কমবেশি সর্বত্রই এক! এই মুহূর্তে দেশ উত্তাল আরজি করে এক ডাক্তার পড়ুয়ার খুন-ধর্ষণের ঘটনা ঘিরে। এরইমধ্যে চেন্নাইয়ে এক শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। এক তরুণীর দেহ টুকরো টুকরো করে সুটকেসে ভরে চেন্নাই রোডের ধারে ফেলে রাখার অভিযোগ উঠেছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। […]