Soumitra Khan: দিল্লিতে ‘রাসলীলা’ চালান সৌমিত্র! ভরা সভায় সরব সুজাতা
তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal) ও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (BJP MP Soumitra Khan) বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এরইমধ্যে প্রকাশ্য জনসভায় সাংসদ-স্বামীর বিরুদ্ধে বিষোদগার সুজাতা মণ্ডলের। বাঁকুড়ার কোচডিহি গ্রামে বৃহস্পতিবার দলীয় সভা করেন সুজাতা। সেই সভামঞ্চ থেকেই বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছোড়েন তিনি। তাঁর কথায়, ‘‘(সৌমিত্রকে) ভোটে জিতিয়ে এনে […]