Sukhbir Singh Badal: পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে শৌচাগার সাফাই, বাসন মাজার শাস্তি! কি পাপ করেছেন?
পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে শাস্তি দিল শিখ ধর্মের শীর্ষ কমিটি অকাল তখত। এই শাস্তিতে অকাল তখতের তরফ থেকে সোমবার এক নির্দেশে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পুত্র সুখবীরকে অমৃতসরের স্বর্ণমন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের বাথরুম পরিষ্কার, রান্নাঘরের কাজ ও লঙ্গরখানার এঁটো বাসন ধুতে হবে। সোমবার পাঁচজন ‘সিং সাহেবান’ বা শিখ ধর্মগুরুদের […]