IPL 2024: নিলামে এ বার ছবি-বিভ্রাট! ‘ভুল’ সুমিতকে কিনে বিপাকে সৌরভের দিল্লি

sumit scaled

আইপিএলের নিলামে নাম বিভ্রাটের পর এ বার ছবি বিভ্রাট! আর তার জেরে চরম অস্বস্তিতে ঝাড়খণ্ডের অলরাউন্ডার সুমিত কুমার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসে ‘সুযোগ’ পেয়েও আইপিএল খেলা হচ্ছে না সুমিতের। বোকারোর ছেলে সুমিত কুমার ঝাড়খণ্ডের হয়েই খেলতেন এতদিন। বেশি সুযোগের সন্ধানে সম্প্রতি নাগাল্যান্ডে চলে গিয়েছেন। উইকেটকিপার-ব্যাটার ধোনিকেই আদর্শ করে এগিয়েছেন। সেই তাঁকেই এ বার আইপিএল নিলামে […]