Sun Mission : এবার ছুট সূর্যের দিকে! Aditya L-1 Mission – কোথা থেকে, কবে কখন যাত্রা জানাল ISRO
ইতিমধ্যেই চাঁদের বুকে ঘোরাঘুরি করছে চন্দ্রযান ৩-র রোভার প্রজ্ঞান। চাঁদ থেকে একাধিক ক্লিকও পাঠিয়েছে সে। একদিকে যখন চাঁদের দক্ষিণ মেরু জয় করে ইতিহাস লিখেছে ভারত, সেই সময় বুধবারই নতুন মিশনের কথা ঘোষণা করলেন ISRO প্রধান এস সোমনাথ। বুধবার তিনি ভারতের প্রথম সৌর মিশন ‘আদিত্য এল ১’-এর বিষয়ে ঘোষণা করেন। ISRO প্রধান এস সোমনাথ বুধবার বলেন, […]