Danushka Gunathilaka: বিশ্বকাপে এসে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার
টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20World Cup) মধ্যেই সিডনিতে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ক্রিকেটার (sri lanka cricketer) দানুষ্কা গুণতিলাকা। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রবিবার ভোররাতে শ্রীলঙ্কার টিম হোটেলে হানা দেয় সিডনি পুলিশ (Sydney City police)।গ্রেফতার করে নিয়ে যায় দলের স্পিন অলরাউন্ডার দানুষ্কা গুণতিলকাকে (Danushka Gunathilaka)। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ রয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলের একটি সূত্র […]