Syria: দামাস্কাস দখল বিদ্রোহীদের! রাজধানী ছাড়লেন প্রেসিডেন্ট আসাদ, ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত: সিরিয়ার প্রধানমন্ত্রী
![SYRIA](https://www.thenewsnest.com/wp-content/uploads/2024/12/SYRIA.jpg)
অবশেষে বিদ্রোহীরা প্রবেশ করল সিরিয়ার রাজধানী দামাস্কাসে। তাদের ঘোষণা ‘যুগের অবসান’। তার পরই দ্রুত শহর ছাড়লেন সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ হেন পরিস্থিতিতে দেশের রাশ বিদ্রোহীদের হাতে তুলে দিতে প্রস্তুত সিরিয়ার সরকার, এমন জানালেন সে দেশের প্রধানমন্ত্রী মহম্মদ গাজ়ি জালালি। তবে তিনি চান, বিষয়টি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হোক! গত কয়েক দিনে সিরিয়ার একের পর এক […]