Talking Pen: সিল করা মদের বোতল আসল না নকল? এবার চিনিয়ে দেবে ‘কথা বলা পেন’
আপনি দোকান থেকে যে মদ কিনছেন, সেটি আসল মদ তো? এবার তা যাচাই করা জন্য মদের দোকানে থাকবে ‘কথা বলা পেন’। রাজ্যের সব লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানকে এই ‘কথা বলা পেন’ দ্রুত কিনে ফেলতে বলা হয়েছে। এই মর্মে রাজ্য আবগারি দফতরের থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সরস্বতী প্রেস থেকে এই বিশেষ ধরনের পেন কিনতে পারবেন […]