Tarun Majumder Last Rites: শেষ ইচ্ছা মেনে SSKM-এ দেহদান, থাকবে না ফুল-মালা, এমনকি, সরকারি অভিবাদনও
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া শেষ। সোমবার সকালে জীবনের মঞ্চ থেকে চিরবিদায় নিলেন তরুণ মজুমদার। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের মহীরূহ তরুণ মজুমদার। জানা গিয়েছে, প্রয়াত পরিচালক তরুণ মজুমদারের নশ্বর দেহ গবেষণার স্বার্থে দান করা হবে এসএসকেএম হাসপাতালে। পরিচালকের শেষ ইচ্ছে তা-ই ছিল। দেহদানকারী সংস্থার সঙ্গে এ ব্যাপারে কথা বলে অঙ্গীকারবদ্ধও হয়েছিলেন তরুণ। তবে শেষপর্যন্ত চুক্তিপত্রে সই […]