Independence Day 2022: এবার ‘বাঘা যতীন’ দেব, স্বাধীনতা দিবসে প্রকাশ্যে টিজার

BAGHA JATIN

ভারতের স্বাধীনতার হীরক জয়ন্তীতে (75th Independence Day of India) নতুন চমক নিয়ে এলেন বাংলা বিনোদন দুনিয়ার ‘সুপারস্টার’ দেব (Dev)। এবার তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায়। প্রকাশ্যে এল ছবির প্রথম লুক টিজার (Teaser)। টিজার শেয়ার করে দেব লিখলেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম […]