Sikkim: ভয়াবহ ধস সিকিমে, পাহাড় ভেঙে গুঁড়িয়ে গেল জলবিদ্যুৎ কেন্দ্র! দেখুন ভিডিও
মঙ্গলবার ভয়ংকর ধসের সাক্ষী হল সিকিম। ধসের জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। গত কয়েক সপ্তাহ ধরেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েক বার ধস নেমেছে। যদিও এদিন সকালে বালুতারে নামের ওই এলাকায় যে ধস নেমেছে তা নজিরবিহীন। এই ধসের জেরে পাহাড়লাগোয়া ন্যাশনাল হাই়ড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন-এর তিস্তা স্টেজ ৫ বাঁধটি ভেঙে গিয়েছে বলে […]