Nitish Kumar: রেকর্ড গড়ে অষ্টম বার! ফের বিহারের কুরসিতে নীতীশ, এবার সঙ্গী ‘ভাতিজা’ তেজস্বী
বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী (CM) হিসাবে শপথ (Took Oath) নিলেন নীতীশ কুমার (Nitish kumar)। তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী (Deputy CM) হিসাবে শপথ নিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। নীতীশ এবার নিয়ে অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হলেন। রাজ্যপাল ফাগু চৌহান তাঁদের শপথ বাক্য পাঠ করান। বাকি মন্ত্রীদের শপথ অন্য কোনও দিন হবে। শপথ নেওয়ার আগে আরজেডি প্রধান […]