আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ৩ ভারতীয়, ওয়ানডেতে নেই কেউ, টি-২০-র নেতৃত্বে বাবর
বছর শেষে টি-২০ বিশ্বকাপে মারাত্মক ব্যর্থতা ছাড়া, গতবছর সীমিত ওভারের ক্রিকেটে তেমন গুরুত্বপূর্ণ কিছুই করেনি টিম ইন্ডিয়া(indian cricket team players)।সম্ভবত সেকারণেই আইসিসির (ICC) সীমিত ওভারের বর্ষসেরা কোনও দলেই কোনও ভারতীয় ক্রিকেটারের ঠাঁই হয়নি(today indian cricket team players list)। তবে, বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন তিন ভারতীয়(icc test team ranking)।পাক ক্রিকেট দলের ক্যাপ্টেন বাবর আজমের হাতেই […]