Tirumala Tirupati: সোনার পাহাড় তিরুপতি মন্দিরে! হিসেবে শুনলে চমকে যাবেন
![Tirupati Temple](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/11/Tirupati-Temple.jpg)
শনিবার তিরুমালা তিরুপতি(Tirumala Tirupati) দেবস্থান তাঁদের কত পরিমান সম্পত্তি রয়েছে তা ঘোষণা করল। সঙ্গে তাঁরা জানিয়ে দিল কতটা তাঁদের ফিক্সড ডিপোসিট রয়েছে এবং কতটা রয়েছে সোনা। তিরুমালা তিরুপতি(Tirumala Tirupati) মন্দির কর্তৃপক্ষ যে শ্বেতপত্র প্রকাশ করেছেন সেখানে দাবি করা হয়েছে, দশ টনের বেশি সোনা(Gold) এবং নগদ ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা সম্পত্তি রয়েছে মন্দিরের। তবে অতিরিক্ত […]