Tirupati Laddu: তিরুপতির লাড্ডুতে গরু-শুয়োরের চর্বি ! পাঠানো হয়েছিল রামমন্দির উদ্বোধনে
তিরুমালাকে অপবিত্র করে দিয়েছে ওয়াইএসআরসিপি সরকার ৷ তবে মন্দির শুদ্ধিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর প্রসাদী লাড্ডুতে পশু চর্বির নমুনা পাওয়ার পর এমনটাই জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর কথায়, “আমরা কোনও রকমের বেনিয়ম সহ্য করব না ৷ মন্দিরের পবিত্রতা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য ৷”চন্দ্রবাবু জানান, শ্রী ভেঙ্কাটেশ্বর স্বামীর […]