Jeetu Kamal : এবার তিতুমীর হয়ে পর্দায় আসছেন জিতু কমল, সেপ্টেম্বর থেকে শুটিং শুরু
দু’দিন আগেও যাঁকে সত্যজিতের আদলে দেখা গিয়েছে, সত্যজিত হয়ে যিনি প্রশংসা কুড়িয়েছেন, এবার তিনি-ই ইতিহাসের পাতা উল্টাচ্ছেন । ঠিকই ধরেছেন, পরবর্তী সিনেমায় তিতুমীরের (Titumir) চরিত্রে অভিনয় করতে চলেছেন জিতু কমল (Jeetu Kamal) । পরিচালনায় দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় । একেবারে নতুন চরিত্র, চ্যালেঞ্জিং চরিত্রও । তাই জোরকদমে হোমওয়ার্কও শুরু করে দিয়েছেন অভিনেতা । তিতুমীরে (Jeetu Kamal as […]