শ্রীতমার পর এবার তিয়াসা, ‘মদন ঘনিষ্টতা’ নিয়ে মোক্ষম জবাব দিলেন দুজনেই
পার্থ-অর্পিতা কাণ্ডে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। টলিউডের মন্ত্রী-যোগ খোঁজার হিড়িকে ফের চর্চায় মদন মিত্রের সঙ্গে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ ছবি। সত্যিই কি দু’জনে কাছাকাছি? তবে শ্রীতমা যা বলেছেন তাতে মদন মিত্রের বুকে ছোট লাগা স্বাভাবিক। ব্যাক্তিগত আলাপচারিতায় শ্রীতমা বলেছেন ওঁকে আমি আমার বাবার বন্ধু হিসেবে বহু বছর আগে থেকেই চিনি। মদন মিত্রের সঙ্গে আমাদের পারিবারিক […]