নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চলল গুলি, রণক্ষেত্র ভাটপাড়া
ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বিজেপি সাংসদ অর্জুন সিংকে লক্ষ্য করে হল ইটবৃষ্টির অভিযোগ। সাংসদের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন র্যাফ। বিজেপি নেতা অর্জুন সিং ভাটপাড়ার চাদু মাঠে জান নেতাজু মূর্তিতে মাল্যদান করতে। এখানেই এসে পৌঁছান ভাটপাড়ার পুর প্রশাসক এবং তার সঙ্গীরা। সেখান থেকে শুরু হয় বচসা। সেই বচসা গড়ায় […]