‘কালী এমন দেবী যিনি মদ ও মাংস খান’, পোস্টার বিতর্কের মাঝেই মন্তব্য মহুয়ার, পাশে নেই দল
‘কালী’ তথ্যচিত্রের পরিচালক লীনা মণি মণিমেকলেইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ ও উত্তর প্রদেশের পুলিশ। এই পরিস্থিতিতে বিতর্কিত পরিচালকের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। জানালেন, তাঁর কাছে কালী মদ-মাংস খান এমন একজন দেবী। ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান। আপনার […]