Bengali Serial TRP: ফের ব্যর্থ মিঠাই! নম্বর কমল ধুলোকণার, শীর্ষস্থান দখল করল কে?
প্রথম হওয়ার দৌড়ে আবারও পিছিয়ে মিঠাই। প্রথম স্থান দখল করল গাঁটছড়া। গতসপ্তাহে গাঁটছড়ার প্রাপ্ত নম্বর ছিল ১০.১। এই সপ্তাহে নম্বর একটু কমলেও, টপার কিন্তু এই সপ্তাহেও তারাই। এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৯.৭। তবে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা ধুলোকণার নম্বর কমল একধাক্কায়। আগের সপ্তাহে ধূলোকণার প্রাপ্ত নম্বর ছিল ৯.৮। এবারে তা কমে দাঁড়িয়েছে ৮.৭। উনিশ-বিশের […]