Twin sisters: একই ব্যক্তিকে বিয়ে যমজ বোনের! ভিডিয়ো হুড়মুড়িয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এক যুবককে বিয়ে করলেন যমজ বোনেরা (Twin sisters)। এমনই উদ্ভট ঘটনা ঘটল মহারাষ্ট্রের সোলাপুরে। একাধিক রিপোর্ট অনুযায়ী, দুই বোনের একই পাত্রকে পছন্দ ছিল। তাই দুই পরিবারই সেই উদ্ভট বিয়ে মেনে নিয়েছে। জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আয়োজনও করা হয়। ২ নভেম্বর অকলুজ গ্রামে ঘটা করে হয় বিয়ের অনুষ্ঠান। তাঁদের বিয়ের ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের মনে প্রশ্ন জাগে, এই […]