FIFA: স্বস্তির খবর ফিরল ভারতীয় ফুটবলে! সাসপেনশন তুলে নিল ফিফা

football

ঠিক ১১ দিনের মাথায় স্বস্তির খবর এল ভারতীয় ফুটবলে। শুক্রবার রাতে এআইএফএফকে একটি ইমেল করে ফিফার তরফে জানিয়ে দেওয়া হল, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ইমেলে লেখা হয়েছে, ‘এআইএফএফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অফ ফিফা কাউন্সিলে।’ দুদিন আগেই জানা গিয়েছিল সঠিক পথে ভারতীয় ফুটবলকে সরকার […]