Mumbai: ফেসবুক লাইভ চলাকালীন শিবসেনা নেতাকে গুলি করে খুন, আত্মঘাতী আততায়ীও

shivsena

ফেসবুকে লাইভস্ট্রিম করছিলেন। তার মধ্য়েই গুলিবিদ্ধ হলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) গোষ্ঠীর নেতাকে। পরে তাঁর মৃত্যু হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি), মুম্বইয়ের দহিসারের এমএইচবি কলোনি থানা এলাকায়। নিহত নেতা, শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা তথা প্রাক্তন কাউন্সিলর বিনোদ ঘোষালকরের ছেলে, অভিষেক ঘোষালকর। ফেসবুকে লাইভস্ট্রিম করার সময়, মৌরিস নরোনহা নামে এক ব্যক্তি তাঁকে গুলি করেন। পরে […]