Russia-Ukraine crisis: ইউক্রেনে যুদ্ধের দামামা, ভারতীয়দের দেশে ফেরাতে কিয়েভ গেল এয়ার ইন্ডিয়া
টাটা-মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে করে আজ রাতে ইউক্রেনের (বরিসপিল) বিমানবন্দর থেকে ভারতীয়দের নিরাপদে ফিরে আনতে চলেছে ভারতে। যুদ্ধের আবহে ইউক্রেনে পড়াশোনা করা ছাত্র সহ সেদেশে বসাবসরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে দেশে। করোনাভাইরাসের সংক্রমণের সময় ভারতের হাতে ছিল এয়ার ইন্ডিয়া (Air India)। সেই সময় ভারত বন্দে ভারত মিশন (Vande Bharat Mission) চালু করে […]