Minimum wage: বাড়ির পরিচারিকার মাইনে এবার ঠিক করে দেবে মমতার সরকার

didi

অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম বেতন(Minimum wage) বেঁধে দিতে উদ্যোগী হচ্ছে রাজ্যে সরকার। রাজ্যের হাতে থাকা আইনি অধিকার কাজে লাগিয়েই এই উদ্যোগ নিচ্ছে নবান্ন। এল ফলে গৃহ পরিচারিকা ও পরিচারক-সহ সমস্ত অংসগঠিত শিল্পের শ্রমিকদের বেতনের ন্যূনতম হার হবে রাজ্য সরকার নির্দ্ধারিত। ১৯৪৮ সালের শ্রম আইনের(Labour Act 1948) মাধ্যমে রাজ্য সরকারগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও […]