UP Election Result 2022: উত্তরপ্রদেশে ‘ডবল সেঞ্চুরি’ BJP-র, বহু পিছিয়ে সপা জোট, ‘লাস্ট’ কংগ্রেস
সাত দফায় ৪০৩ টি আসনে ‘পরীক্ষার’ পরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে আজ। দেশের সবথেকে বড় রাজ্যে আবারও নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের ‘ডবল ইঞ্জিন’ ছুটবে নাকি অখিলেশ যাদবদের সমাজবাদী পার্টি (সপা) ও রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) জোট বাজিমাত করবে, যাবতীয় উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় বিজেপিকেই এগিয়ে রাখা হয়েছে। সপা জোট লড়াই দিতে […]