US Presidential election: কমলা হ্যারিসের হয়ে প্রচারে পপ তারকা বিয়ন্সে
আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হাওয়াই, মিসৌরি, ইউটাহ এবং উইসকনসিনের ভোটাররা ইতিমধ্যেই তাদের ভোট দেওয়া শুরু করেছেন। সমীক্ষাগুলোতে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গোটা দেশে বিশেষ করে ব্যাটেলগ্রাউন্ডে নেক টু নেক ফাইট করছে। ‘ব্যাটলগ্রাউন্ড’ হল সেইসব রাজ্য যেখানে দুই দলের (ডেমোক্র্যাট এবং রিপাবলিকান) সমর্থনের মধ্যে সামান্য […]