Ustad Rashid Khan Last Rites: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা রাশিদকে, বদায়ূঁতে সমাধিস্থ করা হবে শিল্পীর দেহ
৯ জানুয়ারি বিকেলে চিরতরে স্তব্ধ হয়ে যায় উস্তাদ রাশিদ খানের কণ্ঠ। মাত্র ৫৫ বছরেই ফুরোল তাঁর জীবন সফর। থেকে গেল অসংখ্য গান এবং তাঁর অগণিত ভক্ত। গত মঙ্গলবার তাঁর মৃত্যুর পর তাঁর মরদেহ পিস হেভেনে রাখা হয়েছিল। বুধবার, সকাল ৯টা ৪০ মিনিটে নাকতলার বাড়ি থেকে রাশিদের মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে আসা হয়। তার পর শিল্পীকে শেষ […]