Celebrity Death: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রীর
![Vaibhavi Upadhayay](https://www.thenewsnest.com/wp-content/uploads/2023/05/Vaibhavi-Upadhayay.webp)
পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhayay)। মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশে ঘটেছে ঘটনাটি। অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। চণ্ডীগড়ের কাছে এই গাড়ি দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ি রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় গাড়িটি।একা নন, গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন বৈভবীর হবু বর। […]