Vande Bharat: বন্দে ভারত এবার লোকাল ট্রেন! হাওড়া থেকে ছাড়বে দুটি
![Vande Bharat Express](https://www.thenewsnest.com/wp-content/uploads/2022/12/Vande_Bharat_Express-1024x576.jpg)
বন্দে ভারত এ বার চলবে লোকাল রুটেও। প্রতি স্টেশনে দাঁড়িয়ে যাত্রী তুলবে। তার পর তাঁদের দ্রুত পৌঁছে দেবে গন্তব্যে। শহরতলি আর শহরকে এক সুতোয় জোড়া সাবার্বান রুটে নিয়মিত চলবে এই পরিষেবা।রাজ্যে চালু হচ্ছে দু’টি বন্দে ভারত মেট্রো ট্রেন। লোকাল ট্রেনের লাইনেই ছুটবে এই অত্যাধুনিক ট্রেনগুলি। এই ট্রেনে ৮টি করে কোচ থাকবে। হাওড়া থেকে আজিমগঞ্জ যেতে […]