Vegetable Price: ঝাঁজ কমেছে লঙ্কার, কিন্ত সবজির দাম চরমে, নাভিশ্বাস ক্রেতাদের

লঙ্কার ঝাঁজ কমছে বাজারে। ট্রাক ট্রাক কাঁচালঙ্কা ভিনরাজ‌্য থেকে ঢোকা শুরু করেছে কলকাতায়। আর তার জেরেই ট্রিপল সেঞ্চুরি করা কাঁচালঙ্কা সোমবার দেড়শোতেই আটকে গিয়েছে। এই দাম আরও কমবে বলেই জানাচ্ছেন ব‌্যবসায়ীরা। তাঁদের কথায়, পঞ্চায়েত ভোটের কারণে হাট থেকে সবজি নেওয়ার তেমন লোক আসছিল না। বাইরে থেকেও মাল আসছিল না। তবে রবিবার কাটিহার থেকে প্রচুর লঙ্কা এসেছে কলকাতার […]