Condom : এক প্যাকেট কন্ডোমের দাম ৬০ হাজার টাকা! মাথায় হাত ক্রেতাদের
মূল্যবৃদ্ধি ইতিমধ্যেই সাধারণের জীবনে নাভিশ্বাস তুলছে। তার ওপর কন্ডোমের ( Condom Price) একটি প্যাক যদি ৬০ হাজার টাকায় (ভারতীয় মুদ্রায়) বিক্রি হয়, তাহলে তো সাধারণের সমস্যা বাড়তে বাধ্য! এই পরিস্থিতি ভেনেজুয়েলায়। সেখানে কন্ডোম থেকে জন্ম নিয়ন্ত্রক ওষুধের দাম আকাশ ছুঁয়েছে। ভারতের মতো দেশে, তিনটি প্যাকের কন্ডোম বিক্রি (Condom Price ) হয় ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। […]