Serena Williams: টেনিসকে বিদায় সেরেনার, US Open থেকে গিয়ে ছিটকে কেঁদে ফেললেন
একটি যুগের শেষ হল। টেনিস খেলার জন্য যাঁর জন্ম হয়েছিল, সেই সেরিনা উইলিয়ামস র্যাকেট তুলে রাখলেন। ১৯৯৯ সালে যে ইউএস ওপেন জিতে শুরু হয়েছিল সেরিনার গ্র্যান্ড স্ল্যাম জয়যাত্রা, সেই গ্র্যান্ড স্ল্যামেই শেষ ম্যাচ খেললেন তিনি। ঝুলিতে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম (শুধু সিঙ্গলসে)। রয়েছে অলিম্পিক্সে সোনা। তবু সম্ভাব্য শেষটা রূপকথার মতো হল না। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ড […]