Vicky-Katrina: আমার দখলে! ভেজা গায়ে সুঠাম ভিকিকে আশ্লেষে জড়িয়ে ক্যাটরিনা

vicky

শনিবার সাতসকালে ইনস্টাগ্রাম তোলপাড়! সুইমিং পুলে জলে ভেজা ক্যাটরিনা আষ্টেপৃষ্টে জড়িয়ে শার্টবিহীন ভিকিকে! উষ্ণ ছবিতে ভরপুর প্রেমের উত্তাপ। অনুরাগীরাও আত্মহারা। ছবির সঙ্গে ভিকি-ঘরনির ক্যাপশন, ‘মি অ্যান্ড মাইন’। বাংলা তর্জমা করলে দাঁড়ায়— ‘আমি ও আমার’। যেন জোর গলায় সকলকে জানিয়ে দেওয়া, ‘এই যে পুরুষটিকে দেখছেন, সে আমারই।’ বিয়ের পর যেন আরও বেশি রোম্যান্টিক হয়েছেন ভিকি কৌশল […]