Samantha Ruth – Vijay Deverakonda: সেতু থেকে গভীর নদীতে পড়ল গাড়ি! গুরুতর চোট পেলেন সামান্থা ও বিজয়?
বড়সড় চোট পেলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু। এই মুহূর্তে তাঁরা তাঁদের আসন্ন ছবি ‘কুশি’র শ্যুটিং করছেন কাশ্মীরে। ছবির একটি স্টান্ট দৃশ্যের অভিনয় করার সময়েই চোট পান দুই তারকা। এই খবরে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন দুই তারকারই অনুরাগীরা। এক জন কলাকুশলী সেট থেকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পহেলগাঁওতে ছবির শ্যুটিং চলছিল। খুব কঠিন একটি স্টান্ট […]