Tamannaah Bhatia: মুম্বইয়ে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন তামান্না – বিজয! বিয়ে কি এই বছরেই
বলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। চার হাত এক হতে চলেছে তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। ২০২৫-এই নাকি বিয়ে করছেন তারকা জুটি। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছেন তমন্না-বিজয়। রেস্তরাঁ থেকে ফিল্মি পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনও রাখঢাক নেই! খুল্লমখুল্লা […]