অঙ্কিতা একা নন, বিজেপি নেতার ছেলের রিসর্ট থেকে নিখোঁজ হন প্রিয়াঙ্কাও!
অঙ্কিতা হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই উঠে আসছে প্রিয়াঙ্কার নাম। এই রিসর্ট থেকেই নিখোঁজ হয়েছিলেন এই তরুণী। আট মাস আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। অন্তত তেমনই দাবি করছেন স্থানীয়রা।অঙ্কিতার গ্রামের বাসিন্দা ছিলেন তিনি ।কাজের জন্য এসেছিলেন বনানতারা রিসর্টে ।অঙ্কিতার মতো কি পরিণতি হয়েছে তাঁরও? ঘটনাচক্রে, প্রিয়ঙ্কা নিখোঁজ হতেই পুলকিত অভিযোগ তুলেছিলেন যে, ওই […]