Viral Kaka: হিরণকে ‘বাংলা’বলতে বলে ভাইরাল! কেশপুরের সেই কাকার ফ্যান হলেন দেব
রাজনীতির ময়দানে যে তিনি পাক্কা ‘গোলন্দাজ’, তা বারবার বুঝিয়ে দিচ্ছেন দেব। বিতর্ককে দিব্যি পাশ কাটিয়ে যাচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী। আবার হাসিমুখে মুখে মোক্ষম জবাবটিও দিয়ে দিচ্ছেন। এবারে ভাইরাল ভিডিওর ‘বাংলায় বলো’ কাকার সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সুপারস্টার। আর এতেই যেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে দিলেন খোঁচা। বিজেপির হিরণ চট্টোপাধ্যায় সম্প্রতি কেশপুরে গিয়েছিলেন […]