MS Dhoni News: দেওয়াল ভেঙে ট্রেনের আগে ছুটছেন, ধোনির স্টান্টে চোখ কপালে সকলের

MS DHONI

পিছনে দুরন্ত গতিতে ধাবমান ট্রেন। আর সামনে দৌড়চ্ছেন তিনি। ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে। অবশেষে ইঞ্জিনের গতিকে হারিয়েই দিলেন। সকলকে হতবাক করে দিয়ে। না, আমির খানের গুলাম সিনেমার দৃশ্য নয়। বরং সেই দৃশ্যকেই যেন মনে করিয়ে দিলেন ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়নো ব্যক্তি। তিনি, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সকলের চোখ ধাঁধিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা […]