Mamata Banerjee : ‘পাঁচটার ৪ টি প্রকল্পই আমার’! মোদীকে সান্ত্বনা দিয়েও জানালেন দিদি
সদ্য মাতৃহারা নরেন্দ্র মোদীকে(Narendra Modi) সমবেদনা জানালেন মমতা। হাওড়া স্টেশনে রেলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানান, তিনি রেলমন্ত্রী থাকাকালীনই প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৫টি রেল প্রকল্পের মধ্যে ৪টির পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল। হয়েছিল বাজেট বরাদ্দও। তিনি বলেন,’ডানকুনি-শক্তিগড়, চাঁপদানি-বৈঁচি ও আমবাড়ি-ফালাকাটা। ২০১০ এবং ২০১১-১২ বাজেটে ছিল। কয়েকটি প্রকল্প ছিল অটলবিহারী বাজপেয়ীর জমানায়। চারটির মধ্যে পাঁচটিই আমার জমানার। […]