Mannerless CM: মোদির মিটিংয়ে আড়িমুড়ি ! কেজরিওর ওপর চোটে লাল বিজেপি
মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছিলেন মোদী। সেখানে তিনি নানা কথা বলেন। যেমনটা বলে থাকেন। উঠে আসে পেট্রল ডিজেলের দামের প্রসঙ্গ। তিনি ক্ষমতায় এলে যার দাম কমিয়ে দেবেন বলে প্রতিশ্রতি দিয়েছিলেন। দাম কামানো তো দূর। নিকট দামের ঠেলায় ঘর গেরুয়াবাদীও অস্থির। কিন্তু অসুবিধা নেই । বদলে তাদের দেওয়া হয়েছে রামনবমী ও হনুমনা জয়ন্তী উজ্জাপনের উন্মাদনা। সব […]