Mujhe Pyaar Hua Tha: ছবিতে লাইক করণ জোহরের, চিনে নিন ভারতীয়দের মনে ঝড় তোলা এই পাক অভিনেতাকে
ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনার পরেও, পাকিস্তানি নাটক এবং কিছু পাকিস্তানি অভিনেতা ভারতীয় দর্শকদের হৃদয়ে তাদের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। ফাওয়াদ খান এবং ফারহান সাইদ থেকে শুরু করে হানিয়া আমির পর্যন্ত, পাকিস্তানি অভিনেতারা তাদের অভিনয় এবং চেহারা দিয়ে ভারতীয়দের মুগ্ধ করেছিলেন। এখন, পাকিস্তানি হার্টথ্রব ওয়াহাজ আলি ভারতের দর্শকদের মনে ছাপ রাখতে শুরু করেছেন। ওয়াহাজ আলি […]