কাশ্মীরের ‘যুদ্ধ অপরাধী’ অমিত শাহ- মুকুন্দ নারাভানেকে গ্রেফতার করা হোক, বলল ব্রিটিশ ফার্ম
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(amit shah) এবং সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানেকে(manoj mukund naravane)গ্রেফতারের দাবি জানিয়েছে লন্ডনের একটি ল’ ফার্ম(Stoke White)। কাশ্মীরে যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাজ্য (ইউকে) পুলিশের কাছে একটি আবেদন জমা পড়েছে। এমনটাই এপির খবর। প্রতিবেদন অনুসারে, আইন সংস্থা(ল’ফার্ম ) স্টোক হোয়াইট প্রমাণ জমা দিয়েছে ভারতীয় বাহিনী কর্মী, সাংবাদিক এবং বেসামরিক নাগরিকদের নির্যাতন, অপহরণ এবং হত্যার […]