West Bengal Cabinet Reshuffle: জানুন, নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন কারা?
বুধবার বিকেলে রাজভবনে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। এই দফার রদবদলে শপথ নিচ্ছেন নতুন আট জন মন্ত্রী। পাশাপাশি, প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার গুরুত্ব ও দায়িত্ব বাড়তে চলেছে রদবদলে। দায়িত্ব পেলেন বেশকিছু নতুন মুখ। আবার দায়িত্ব কমেছে একাধিক মন্ত্রীর। বুধবার রাজভবনে নতুন ৭ মুখ-সহ মোট আট মন্ত্রীকে শপথবাক্য পাঠ করাচ্ছেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। […]