Asansol: সেতু পার হতে গিয়ে নদীতে তলিয়ে গেল গাড়ি! ১২ ঘণ্টা পর উদ্ধার দেহ

Screenshot 2024 08 03 003235

নাগাড়়ে বৃষ্টি। তাতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জলে ভেসে শনিবার রাতে আসানসোলের কল্যাণপুরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আসানসোলের গাড়ুই নদীর উপরে কল্যাণপুর হাউজ়িং সেতুর উপর শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চঞ্চল বিশ্বাস (৫৯)। তিনি আসানসোলের ধাদকার সুগম পার্কের বাসিন্দা। কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। তাঁর স্ত্রী অনিতা বেসরকারি স্কুলের শিক্ষিকা। […]