Tomato Price: তরকারিতে দু’টো টমেটো! ঝগড়া করে সন্তান-সহ স্বামীর বাড়ি ছাড়লেন স্ত্রী
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের বা অশান্তি ঝগড়া নয়, এক স্ত্রী তাঁর স্বামীকে ছেড়ে চলে গেলেন তরকারিতে টমেটো দেওয়ার জন্য! এমনই আজব কাণ্ড ঘটল মধ্যপ্রদেশের শাহদল জেলায়। সেখানকার বাসিন্দা সঞ্জীব বর্মনের স্ত্রী ও মেয়েকে নিয়ে সংসার। টিফিনের ব্যবসা করে সংসার চালান সঞ্জীব। ঘটনার দিন নিজেই খাবার বানিয়েছিলেন সঞ্জীব। রান্নায় দিয়েছিলেন দুটো টমেটো। আর তাতেই ঘটল বিপত্তি। […]