Republic Day 2023: কর্তব্যপথে ‘দুর্গাপুজো থিম’ নিয়ে বাংলার ট্যাবলো, নারী ক্ষমতায়নকে তুলে ধরল রাজ্য
৭৪ তম সাধারণতন্ত্র দিবসে (74th Republic Day) নারী ক্ষমতায়নের (Women Empowerment) বার্তা দিল বাংলা। ট্যাবলোয় তুলে ধরা হল দুর্গোৎসবকে। দুর্গামণ্ডপের আদলে সাজানো সেই ট্যাবলোয় লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশের সঙ্গে ছিল মৃন্মীয় মা-র মূর্তি। আটপৌরে শাড়িতে ট্যাবলোয় দাঁড়িয়ে ঢাক বাজান মহিলারা। শুধু তাই নয়, ধুনুচি নাচেও অংশ নিতে দেখা যায় তাঁদের। ট্যাবলোয় থাকা মহিলাদের পরনে […]