Note Ban: টাকার ওপর লেখা থাকলেই বাতিল হবে নোট? কী বলেছে RBI
এবার থেকে টাকার ওপর কিছু লেখা থাকলেই বাতিল হবে নোট। নোংরা, সামান্য ছেঁড়া নোট নিতে আপত্তি না থাকলেও লেখা দেখলেই থাকবেন দূরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। যা নিয়ে এবার মুখ খুলেছে RBI। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বার্তা পুরোপুরি ভুয়ো বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। টুইটার হ্যান্ডেল @PIBFactCheck-র তরফে স্পষ্টভাবে বলা হয়েছে, […]